তৃতীয় বিশ্ব কারা?

তৃতীয় বিশ্বের দেশ বা Third World Country বলতে আমরা সাধারণত দরিদ্র, অনগ্রসর দেশগুলোকে বুঝিয়ে থাকলেও তৃতীয় বিশ্বের সংজ্ঞা এটি নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে আদর্শিক অবস্থানের ভিত্তিতে বিশ্বের দেশগুলোকে মোটা দাগে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়। প্রথম শ্রেণীতে আমেরিকা ও তার অ্যালাইরা, যেমনঃ কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, পশ্চিম ইউরোপের দেশগুলো। এরাই ফার্স্ট ওয়ার্ল্ড বা প্রথম বিশ্ব নামে পরিচিত হয়। সাধারণভাবে, ন্যাটোর সদস্য দেশগুলোকে প্রথম বিশ্ব ধরা হয়। আর দ্বিতীয় বিশ্ব হল কমিউনিস্ট ব্লকের দেশগুলোকে নিয়ে। অর্থাৎ রাশিয়া, প্রাক্তন সোভিয়েতের দেশগুলো, চীন, কিউবা এসব।

এই দুটি ব্লকের বাইরে যারা আছে তারাই তৃতীয় বিশ্ব। এই তৃতীয় বিশ্বে যেমন মালির মত দরিদ্র দেশ আছে তেমনি সৌদি আরব, ব্রুনেই, কাতারের মত শীর্ষ ধনী দেশগুলোও আছে। বাংলাদেশ, ভারত, পাকিস্তান এরাও সবাই তৃতীয় বিশ্বের দেশ।


Leave a comment