শামগাঁথা

সুপ্ত প্রলয় জাগ্রত ভয় অশ্রুনদীর আনত তীর কুলীন শহর লাশের বহর শ্বাপদ-শকুন করেছে ভীড় সাজানো নগর দেখিয়াছে ঝড়, গুণে দেখ আজ কত হল নাড়িয়েছে ভিত, করেছে শহীদ নয়ন কি তোর টলমল! রক্তের স্রোত ছলছলাৎ সাহাবার স্মৃতিঘেরা নগরীতে হতে পারেনি ক জুমার সলাত! হায় আলেপ্পো! মরণকাব্য রচে যায় শত দর্শনার্থী; নেই আহ্বান জীবনের গান পাথরের বুকে … More শামগাঁথা

শুভ্রমেষের রাখাল আমি

ছুটছে মানুষ, হাতুড়ে-হাভাত গ্রাস বুঝি আর জুটবে না দ্বিধায় পড়েছে সূর্যটা যেন, ভোরের আলোই ফুটবে না সত্য-তালাশে পেরেশান হয়ে মস্তক কেউ কুটবে না এক লহমায় জঞ্জাল ফেলে শেষরাতে কেউ উঠবে না। নিঃস্পৃহ শব করে অনুভব তমিস্রা বুঝি টুটবে না একাকী চলেছি সেদেশ যেথায় ঈমানটা কেউ লুটবে না।   কবর অবধি দৌড় শুধু লেখা সব লেটার … More শুভ্রমেষের রাখাল আমি